Homeবিনোদনআমি কখনও তোর কোনো ক্ষতি হতে দেব না: আলিয়া ভাট

আমি কখনও তোর কোনো ক্ষতি হতে দেব না: আলিয়া ভাট

কিছু দিন আগে মুক্তিপ্রাপ্ত আলিয়া ভাট অভিনীত ‘রকি অর রানি কি প্রেম কাহিনি’ সিনেমাটি দর্শকের প্রসংসা কুড়িয়েছে। এবার ফের করণের সঙ্গে জুটি হয়ে পর্দায় হাজির হচ্ছেন বলিউড এ অভিনেত্রী।

জানা গেছে, আলিয়া ভাটের নতুন সিনেমার নাম ‘জিগরা’। এটি পরিচালনা করেছেন ভাসান বালা। আর এ সিনেমার সহ-প্রযোজক আলিয়া নিজেই। শুধু সহ-প্রযোজক নন, সিনেমায় মূল চরিত্রেও থাকছেন তিনি।

অবশ্য সিনেমায় আর কে কে অভিনয় করছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া সিনেমার গল্প, প্লট কেমন হতে পারে তা-ও গোপন রাখা হয়েছে।

সম্প্রতি করণ জোহর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওর ক্যাপশনে লেখেন, তিনি ফিরে এসেছেন… আমার জিগরা। অটুট ভালোবাসা এবং অদম্য সাহসের গল্প!

এ ছাড়া করণের ওই পোস্ট থেকে আরও জানা যায়, আগামী ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর মুক্তি দেয়া হবে সিনেমাটি।

ভিডিওতে আলিয়া ভাটের কণ্ঠে সংলাপ শোনা যায়। সেখানে আলিয়া বলেন,  ‘দেখ, আমাকে দেখ, আমার রাখি পরিস তুই। আমার প্রটেকশনে আছিস তুই। আমি কখনও তোর কোনো ক্ষতি হতে দেব না। কখনও না।’

করণ জোহরের ধর্ম প্রোডাকশন ও আলিয়া ভাটের ইটারনাল সানশাইন প্রোডাকশনস-এর যৌথ প্রযোজনায় আসতে চলেছে ‘জিগরা’ সিনেমাটি।

সর্বশেষ খবর