Homeসর্বশেষ সংবাদসরকারের সুবিধাভোগীদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় ও মধ্যাহ্নভোজ

সরকারের সুবিধাভোগীদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় ও মধ্যাহ্নভোজ

মিঠুন গোস্বামী, রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নবাবপুর ইউনিয়নের বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ডব্লিউবি , আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাসহ সকল উপকারভোগী নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(৫ অক্টোবর) দুপুরে নবাবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে নবাবপুর উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম।
বৈরী আবহাওয়া উপক্ষো করে ইউনিয়নের কয়েক হাজার উপকারভোগী মতবিনিময় সভায় উপস্থিত হন।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বলেন, আমি ভেবেছিলাম বৈরী আবহাওয়ার  মধ্যে এই সভায় বেশি মানুষ আসবেন না। আমি চেয়েছিলাম এখানে এসে আরেকদিন আপনাদের নিয়ে বসবো। কিন্তু আপনাদের উপস্থিতি আমাকে আপ্লুত করেছে। বর্তমান সরকার উপকারভোগীদের সংখ্যা বৃদ্ধি করেছে। মানুষ এখন ভালো আছে। আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসলে উপকারভোগীদের সংখ্যা ও অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে।
নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা আলমগীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকরুজ্জামান মুকুট, বালিয়াকান্দি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজ ইকবালসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে দুপুরে উপকারভোগীদের নিয়ে মধ্যহ্নভোজ করেন সংসদ সদস্য জিল্লুল হাকিম।

সর্বশেষ খবর