আট শতাধিক অভিবাসী কর্মীকে চাকরিচ্যুত করেছে কুয়েত। মঙ্গলবার (৩ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, চাকরিচ্যুত হওয়া এই অভিবাসীদের উল্লেখযোগ্য অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের। ঠিক কী কারণে তাদের চাকরিচ্যুত করা হয়েছে, সে সম্পর্কে কিছু বলা হয়নি বিজ্ঞপ্তিতে।
তবে ধারণা করা হচ্ছে, চলমান কুয়েতি নীতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নীতির আওতায় বিদেশি কর্মীদের সরিয়ে কুয়েতি নাগরিকদের দেশের বিভিন্ন খাতে নিয়োগ দেয়া হবে।
চাকরিচ্যুত কর্মীদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করতে এক মাস সময় দেয়া হয়েছে।
সম্প্রতি বিভিন্ন স্কুল-কলেজ থেকে এক হাজার ৮০০ বিদেশি শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। দেশটিতে পর্যাপ্ত শিক্ষক না থাকা সত্ত্বেও এ পদক্ষেপ নিয়েছে কুয়েত সরকার। ৪২ লাখ ৯৫ হাজার নাগরিকের দেশ কুয়েতে মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি অভিবাসী।