Homeআন্তর্জাতিকইসরাইলের আরেক ব্রিগেড কমান্ডার নিহত

ইসরাইলের আরেক ব্রিগেড কমান্ডার নিহত

হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরাইলের সামরিক বাহিনীর আরও এক ব্রিগেড কমান্ডার নিহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী এক্স (সাবেক টুইটার) পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই কমান্ডারের নাম লেফটেন্যান্ট কর্নেল আলিম আবদেল্লাহ। হামাসের সঙ্গে লড়াইয়ে লেবানন সীমান্তের কাছে তিনি মারা যান।

এক্স পোস্টে ইসরাইলি সামরিক বাহিনী লিখেছে, ৩০০তম ব্রিগেডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আলিম আবদেল্লাহ হামাসের সঙ্গে লড়াইয়ে লেবানন সীমান্তের কাছে ইসরাইলের দ্রুজ গ্রামে মারা গেছেন। এই মৃত্যুতে আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা সব সময় তাদের (আবদেল্লাহর পরিবার) সহায়তা করব।

এর আগে শনিবার (৭ অক্টোবর) চলমান সংঘাতে ইসরাইলের সামরিক বাহিনীর ব্রিগেড কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জনাথন স্টেইনবার্গ নিহত হন। ৪২ বছর বয়সী ওই কমান্ডার দেশটির সামরিক বাহিনীর নাহাল ব্রিগেডের দায়িত্বে ছিলেন। ব্রিগেডটি ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান পদাতিক শাখা।

৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় হামাস। এতে এখন পর্যন্ত ৯ শতাধিক ইসরাইলি নিহত এবং আহত হয়েছেন প্রায় আড়াই হাজার। হামাসের হামলার জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা।

অন্যদিকে হামাসের হামলার জবাবে গাজায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরাইলও। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫১০ ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৭৫০ জন আহত হয়েছেন।

সর্বশেষ খবর