বলিউডের রোমান্টিক, অ্যাকশন, বায়োপিক কিংবা সামাজিক সিনেমাগুলো চলে বছরজুড়ে। আর সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ভারতীয় সিনেমা হাজার কোটি রুপির বেশি আয় করেছে। সর্বশেষ সিনেমা হিসেবে এ ক্লাবে নাম লিখিয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। মুক্তির ৩১তম দিনেও অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটির মোট আয় ১ হাজার ১০৪ কোটি রুপি। এর মধ্যে ডোমেস্টিক বক্স অফিস থেকে জওয়ানের আয় প্রায় ৬২১ কোটি রুপি।
এদিকে ‘জওয়ান’ ভারতের অভ্যন্তরীণ বাজারে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার খেতাব অর্জন করেছে। এ অর্জনের পথে সিনেমাটি ‘গদর টু’ ও ‘পাঠান’-এর মতো সিনেমাকে পেছনে ফেলে এসেছে। হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগুভাষী অঞ্চল থেকেও সিনেমাটি ভালো আয় করেছে।
বছর শেষে বলিউডে সবচেয়ে এগিয়ে থাকে অমিতাভ বচ্চন, শাহরুখ, আমির, সালমান, অক্ষয়ের সিনেমা। সর্বাধিক আয়কারী ভারতীয় চলচ্চিত্রগুলো হল বলিউড (হিন্দি) চলচ্চিত্র। ২০১৪ সালের হিসাবে, বলিউড ভারতে নিট বক্স অফিস রাজস্বের ৪৩% প্রতিনিধিত্ব করে, তবে তেলুগু ও তামিল সিনেমার ৩৬% প্রতিনিধিত্ব করে এবং অন্যান্য আঞ্চলিক চলচ্চিত্র শিল্প ২১% রাজস্বের প্রতিনিধিত্ব করে।
চলুন জেনে নিই ভারতে হাজার কোটির ক্লাবে থাকা সিনেমাগুলোর তালিকা-
দঙ্গল
আমির খান অভিনীত সিনেমা ‘দঙ্গল’ সিনেমা। ২০১৬ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমাটির এখন পর্যন্ত সর্বমোট আয় প্রায় ১ হাজার ৯৬৮ কোটি রুপি। এর মধ্যে শুধু ভারতে আয় প্রায় ৫৩৮ কোটি রুপি। ভারতের বাইরে আয় করেছে প্রায় ১ হাজার ৪৩০ কোটি রুপি। নিতেশ তিওয়ারী পরিচালিত সিনেমাটিতে মহাবীর সিং চরিত্রে অভিনয় করেন আমির খান। এ সিনেমার নির্মাণ ব্যয় ছিল প্রায় ৭০ কোটি রুপি।
বাহুবলী ২: দ্য কনক্লুসন
দক্ষিণ ভারতের আলোচিত ব্যবসাসফল সিনেমার মধ্যে রয়েছে এস এস রাজামৌলির ‘বাহুবলী ২: দ্য কনক্লুসন’। এটি হাজার কোটি ক্লাবের তালিকায় দুই নম্বরে আছে। সিনেমাটির আয় ১ হাজার ৭৩৭— ১ হাজার ৮১০ কোটি রুপি। ২০১৭ সালের ২৮ এপ্রিল সিনেমাটি মুক্তি পায় ‘বাহুবলী ২: দ্য কনক্লুসন’।
আরআরআর
এস এস রাজামৌলির আরেক সিনেমা ‘আরআরআর’ গত বছর সাড়া জাগিয়েছিল। সিনেমাটি আয়ে রেকর্ড গড়ে। এ সিনেমাটি আয় করে ১ হাজার ২০০— ১ হাজার ২৫৮ কোটি রুপি। রামচরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগন এবং আলিয়া ভাট অভিনীত ছবিটি দর্শকের মন ছুঁয়ে গেছে। বিপুল প্রশংসা পেয়েছেন পরিচালক রাজামৌলিও। এ সিনেমার নির্মাণ ব্যয় ছিল প্রায় ৫৫০ কোটি রুপি।
কেজিএফ: চ্যাপটার ২
হাজার কোটির ক্লাবে আরও আছে ‘কেজিএফ: চ্যাপটার ২’। এটি আয়ের দিক থেকে চতুর্থ নম্বরে আছে। সিনেমাটির আয় ১ হাজার ২০০— ১ হাজার ২৫০ কোটি রুপি।
জওয়ান
এ ছাড়া সম্প্রতি মুক্তি পাওয়া অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমাটি মাত্র এক মাসেই হাজার কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। সিনেমাটির আয় ১ হাজার ১০০ কোটি রুপি।
পাঠান
এদিকে চলতি বছরের শুরুতে মুক্তির মাত্র ২৮ দিনে ১ হাজার কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলেছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। ৩০ দিন শেষে পাঠানের বিশ্বব্যাপী সর্বমোট আয় ১ হাজার ৮ কোটি রুপি। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে আয় প্রায় ৬২৭ কোটি রুপি ও ভারতের বাইরে প্রায় ৩৮১ কোটি রুপি। পাঠানের নির্মাণ ব্যয় প্রায় ২৬০ কোটি রুপি।