সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়।।
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ, নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধিনে জাতীয় নির্বাচন এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে পঞ্চগড়ে অনশন কর্মসূচী পালন করেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শনিবার সকাল হতে চলে এ কর্মসুচি।জেলা বিএনপির আয়োজনে বিএনপি ও সহযোগিতা সংগঠনের নেতাকর্মীরা পঞ্চগড় সোনালী ব্যাংকের সামনের মাঠে জড়ো হয়ে অনশন কর্মসূচিতে অংশ নেয়।
অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, এ্যাড.আদমসুফী,অ্যাড.নাজমুল ইসলাম কাজল,আবু দাউদ প্রধান,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শফিউজ্জামান রুবেল পাটোয়ারী প্রমূখ।
পরে অনশন কর্মসূচীতে উপস্থিত স্থানীয় আইনজিবী ও সাংবাদিকরা কলা ও জুস খাইয়ে অনশন ভাঙ্গান।