Homeআন্তর্জাতিকহামাসের সঙ্গে যোগ দিতে প্রস্তুত হিজবুল্লাহ

হামাসের সঙ্গে যোগ দিতে প্রস্তুত হিজবুল্লাহ

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের সঙ্গে যোগ দিতে প্রস্তুত লেবাননের ইরান-সমর্থিত গেরিলা গোষ্ঠী হিজবুল্লাহ। উত্তর লেবানন সীমান্তে উত্তেজনার মধ্যেই এমন হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

বার্ত সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে হামাসের হামলার জাবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর বাড়ছে ইসরাইলি বর্বরতা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। যুদ্ধে নিষিদ্ধ সাদা ফসফরাসের মতো বোমাও ব্যবহার করা হচ্ছে। ইসরাইলে আকস্মিক হামলার পর থেকেই হামাসকে সমর্থন দিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। এমনকি ইসরাইলের বিভিন্ন স্থানে হামলাও চালিয়েছে হিজবুল্লাহর সদস্যরা।

এমন অবস্থায় হামাস-ইসরাইল চলমান যুদ্ধে যেকোনো মুহূর্তে হিজবুল্লাহ’র জড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।এরই মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। জানিয়েছে,  ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত তারা। সময় হলেই এ যুদ্ধে নেমে পড়বে।

হিজবুল্লাহ উপ-প্রধান নাইম কাশেম বলেন,

আমাদের সদস্যরা যুদ্ধে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। লক্ষ্য পূরণে আমরা কোনো ছাড় দেব না। শত্রুদের মোকাবিলায় আমরা যেকোনো মুহূর্তে যুদ্ধে নেমে পড়তে পারি। সেজন্য পুরো প্রস্তুত। সময় হলেই পাল্টা জবাব দেয়া হবে।

হিজবুল্লাহ সংঘাতে জড়িয়ে গেলে এবং ফিলিস্তিনি মিত্রদের সমর্থনে ইসরাইলে হামলা চালিয়ে বসলে চলমান লড়াই নতুন দিকে মোড় নিতে পারে বলে শঙ্কা করছেন অনেকেই। এরই মধ্যে হিজবুল্লাহ’র হুমকি মোকাবিলায় লেবানন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ইসরাইল। হিজবুল্লাহ’র বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলাও চালানো হয়েছে।

সর্বশেষ খবর