Homeআন্তর্জাতিকবাক্স ভেবে জলজ্যান্ত মানুষকে পিষে মারল রোবট

বাক্স ভেবে জলজ্যান্ত মানুষকে পিষে মারল রোবট

খাবারের বাক্স ভেবে দক্ষিণ কোরিয়ায় জলজ্যান্ত মানুষকে পিষে মেরেছে রোবট। নিহত ব্যক্তি ওই রোবোটিক কোম্পানির কর্মী ছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, চল্লিশোর্ধ্ব ওই কর্মী রোবটটি পরীক্ষা করতে গেলে সেটি তাকে সবজির বাক্স ভেবে চেপে ধরে। কনভেয়ার বেল্টের ওপর চেপে ধরায় ওই ব্যক্তির মুখ ও বুকে আঘাত লাগে। উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

প্রতিবেদন অনুসারে, রোবটের দায়িত্ব ছিল গোলমরিচের বাক্স তোলা ও তা নির্দিষ্ট জায়গায় রাখা।

পুলিশ জানায়, ওই কর্মী রোবটটির সেন্সর পরীক্ষা করছিলেন। দক্ষিণ কোরিয়ার জাইওনস্যাং অঙ্গরাজ্যের গোলমরিচ বাছাইয়ের এক প্ল্যান্টে বুধবার (৮ নভেম্বর) রোবটটি পরীক্ষামূলকভাবে চালানো হয়।

সেদিন রাতে রোবট প্রস্তুতকারক কোম্পানির ওই কর্মী ত্রুটিপূর্ণ যন্ত্রগুলো পরীক্ষা করতে যান।

এদিকে, এমন ঘটনার পর এক বিবৃতিতে নিরাপত্তায় জোর দেয়ার আহ্বান জানিয়েছে প্ল্যান্টের মালিক ডংগোসেওং এক্সপোর্ট অ্যাগ্রিকালচারাল কমপ্লেক্স কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর