Homeআন্তর্জাতিকগাজায় বাস্তুচ্যুত ৭ লাখ শিশু: ইউনিসেফ

গাজায় বাস্তুচ্যুত ৭ লাখ শিশু: ইউনিসেফ

গাজায় ইসরাইলের অব্যাহত বোমা হামলায় সাত লাখেরও বেশি শিশু বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ নভেম্বর) এক্স পোস্টে ইউনিসেফ লিখেছে, গাজায় সাত লাখের বেশি শিশু ঘরছাড়া হয়েছে। তারা সবকিছু ছাড়তে বাধ্য হয়েছে।’

এ ছাড়াও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে পোস্টে আরও বলা হয়েছে, এ অঞ্চলে মানবিক সহায়তার চাহিদা বেড়ে গেছে। তাদের টেকসই ও নির্বিঘ্ন সহায়তার জন্য যুদ্ধবিরতি দরকার। সেই সঙ্গে যেসব শিশুকে জিম্মি করা হয়েছে, তাদের নিরাপদে মুক্তির দাবি জানিয়েছে ইউনিসেফ।

আলাদা প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, জ্বালানি সংকটে আর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে গাজার সব হাসপাতাল বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আশরাফ আল-কুদরা । এ ছাড়াও সোমবার (১৩ নভেম্বর) গাজার সবচেয়ে বড় দুই হাসপাতাল আল-শিফা ও আল-কুদস জ্বালানি সংকট ও ইসরাইলি হামলার ভয়ে বন্ধ হয়ে গেছে।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, জ্বালানি সংকটে আল-শিফা হাসপাতালে ৩৪ রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাত নবজাতকও রয়েছে।

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত ১১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে শিশুই সাড়ে চার হাজার।

সর্বশেষ খবর