Homeসর্বশেষ সংবাদধামইরহাটে ৪ হাজার ৯ শত প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার...

ধামইরহাটে ৪ হাজার ৯ শত প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মাসুূদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর ধামইরহাটে বিনামুল্যে সার ও বীজ প্রান্তিক পর্যায়ে কৃষকের মাঝে বিতরণ। চলতি রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো হাইব্রিড ধানের ও উফসী জাতের ফসলের বীজ ও সার বিতরণ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে ৪ হাজার ৯ শত জন প্রান্তিক পর্যায়ের প্রতিজন কৃষকদের মাঝে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডি.এ.পি ও ১০ কেজি পটাশ বিনামুল্যে বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আকতার, কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আলেফ উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বি প্রমুখ।

সর্বশেষ খবর