Homeআন্তর্জাতিক‘মানব ইতিহাসের অন্ধকারতম সময়ের দিকে যাচ্ছে গাজা’

‘মানব ইতিহাসের অন্ধকারতম সময়ের দিকে যাচ্ছে গাজা’

গাজা উপত্যকা ‘মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়ের’ দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ফিলিস্তিনে ইসরাইলের দখলকৃত এলাকায় নিযুক্ত সংস্থাটির প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন মঙ্গলবার (৫ ডিসেম্বর) এমন আশঙ্কার কথা জানান।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, পিপারকর্ন জেনেভায় অবস্থানকারী সাংবাদিকদের সঙ্গে ভিডিও লিংকের মাধ্যমে কথা বলেন। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকা থেকে তিনি ভিডিও লিংকে যুক্ত হয়েছিলেন।

পিপারকর্ন জানান, গাজার মধ্য ও দক্ষিণাঞ্চল থেকে লোকজনের সরে যাওয়ার হার ব্যাপকভাবে বাড়ছে। শুরুতে ইসরাইলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে হামলা চালালেও এখন তারা দক্ষিণাঞ্চলেও সেনা পাঠিয়েছে। দক্ষিণাঞ্চল থেকেও বেসামরিক নাগরিকদের সরে যেতে বলা হয়েছে।

পিপারকর্ন বলেন,

গাজার পরিস্থিতি ঘণ্টায় ঘণ্টায় খারাপ হচ্ছে। চারদিকে ব্যাপক বোমা হামলা হচ্ছে। অবরুদ্ধ এ উপত্যকার পরিস্থিতি মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়ের কাছাকাছি রয়েছে।

বোমা হামলা ও প্রাণহানি বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে, দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন রিচার্ড পিপারকর্ন।

দীর্ঘ দুই মাস ধরে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। এর মাঝে যুদ্ধে সাময়িক বিরতি দিলেও, তা শেষে আবারও পুরোদমে হামলা শুরু করেছে ইসরাইলি সেনারা। এখন পর্যন্ত অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় ১৬ হাজার ২৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সর্বশেষ খবর