Homeরাজনীতিপ্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধিদল গণভবনে যায়।

প্রতিনিধি দলে আরও ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।

তবে, কী বিষয়ে বৈঠক হয়েছে সে ব্যাপারে কিছু নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, আসন ভাগাভাগির বিষয়ে ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু বিকেলে বলেছেন, জাতীয় পার্টির (জাপা) সঙ্গে আগে আসন সমঝোতা হবে। এরপর অন্যদের। আর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপরই প্রধানমন্ত্রীর সঙ্গে জাপা নেতারা দেখা করায় আলোচনা তৈরি হয়েছে যে, আসন ভাগাভাগির বিষয়ে সমঝোতা করতেই এই বৈঠক হয়েছে কিনা।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনের মধ্যে ২৮৯টিতে প্রার্থী ঘোষণা করেছে।

সর্বশেষ খবর