Homeআন্তর্জাতিকজাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালো বাংলাদেশ

জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালো বাংলাদেশ

বরাবরই ফিলিস্তিনের পক্ষে জোরালো সমর্থন জানিয়ে আসছে বাংলাদেশ। ফিলিস্তিনের গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সবশেষ প্রস্তাবে সমর্থন জানিয়েছে ঢাকা।

শুক্রবার (৮ ডিসেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপিত হয়। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবটি উত্থাপন করে। সহপৃষ্ঠপোষক ছিল বাংলাদেশসহ অন্তত ৯৭টি দেশ।

এ নিয়ে জাতিসংঘ সনদের ৯৯ ধারার ক্ষমতাবলে প্রস্তাবটি নিয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদকে বাধ্য করেন উত্থাপন জাতিসংঘ মহাসচিব আন্তরিও গুতেরেস।

যদিও দখলদার ইসরাইলের মিত্র যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় শেষ পর্যন্ত প্রস্তাবটি পাস হয়নি। তবে বাংলাদেশসহ বিশ্বের বহু দেশ প্রস্তাবটির পৃষ্ঠপোষকতা করেছে।

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবটি নিয়ে গত অক্টোবরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভোটাভুটি হয় এবং ব্যাপক ভোটে পাশ হয়। তখন ফিলিস্তিন ও গাজার পক্ষেই অবস্থান নিয়েছিল বাংলাদেশ।

জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী উপ-পর্যবেক্ষক ও দূত মাজেদ বামইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, যুদ্ধবিরতির প্রস্তাবে ১০০টিরও বেশি দেশ সমর্থন দিয়েছে। এর মধ্যে বাংলাদেশও রয়েছে।

গত দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় রক্তক্ষয়ী সংঘাত চলছে। এ যুদ্ধের শুরু থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। আর এতে ইসরাইলের প্রতি নগ্ন সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র।

ইসরাইলি হামলায় গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। অন্তত ১৭ হাজার ৪৮৭ নিরীহি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৬ হাজার ৪৮০ জনেরও বেশি।

সর্বশেষ খবর