Homeখেলাকৃষ্ণাঙ্গ কোচ হিসেবে এমএলএস কাপ জিতে ইতিহাস গড়লেন উইলফ্রেইড

কৃষ্ণাঙ্গ কোচ হিসেবে এমএলএস কাপ জিতে ইতিহাস গড়লেন উইলফ্রেইড

প্রথম কৃষ্ণাঙ্গ কোচ হিসেবে মেজর লিগ সকার কাপ জিতে ইতিহাস সৃষ্টি করলেন উইলফ্রেইড ন্যান্সি। ফাইনালে তার দল কলম্বাস ক্রিউ লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে হারিয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) কলম্বাস ক্রিউ লস অ্যাঞ্জেলসকে ২-১ গোলে হারিয়েছে। নিজেদের মাঠে ক্রিউয়ের হয়ে গোল করেছেন কুচো হার্নান্দেজ ও ইয়াও ইয়েবোহ। লস অ্যাঞ্জেলসের একমাত্র গোলটি ডেনিস বোয়াঙ্গার।

মেজর লিগ সকার কাপের সর্বোচ্চ শিরোপা গ্যালাক্সির ঝুলিতে। এখন পর্যন্ত মোট ৫ বার এই ট্রফি জিতেছে তারা। অন্যদিকে এবারের শিরোপা নিয়ে ক্রিউ এ ট্রফি জিতল ৩ বার।  সবশেষ ২০২০ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

উইলফ্রেইড ফরাসি কোচ। লিগ ওয়ানে খেলা সাবেক এ ফুটবলার প্রায় এক দশক ধরে যুক্তরাষ্ট্রের ফুটবলে কোচিংয়ের সঙ্গে জড়িত। তিনি হেড কোচ হিসেবে সিনিয়র দলের দায়িত্ব নেন ২০২১ সালে। এরইমধ্যে ইতিহাস ‍সৃষ্টি করে ফেললেন।

ট্রফি জিতে উইলফ্রেইড বেজায় খুশি। জীবনে কোনো কিছু অর্জন করাকেই অসম্ভব মনে করছেন না তিনি। ট্রফির স্বাদ নেয়ার ৪৬ বছর বয়সী কোচ বলেছেন, ‘অসম্ভব একটা মতামত মাত্র।’

সর্বশেষ খবর