Homeখেলাফাইনাল হারের ২০ দিন পর মুখ খুললেন রোহিত

ফাইনাল হারের ২০ দিন পর মুখ খুললেন রোহিত

বিশ্বকাপ ফাইনাল হারের ২০ দিন পর অবশেষে মুখ খুললেন রোহিত শর্মা। ফাইনালে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে নিজের অফিসিয়াল ইন্সটাগ্রামে এক সাক্ষাৎকার প্রকাশ করেন রোহিত। সেখানে বিশ্বকাপ ব্যর্থতার পর নিজেকে সামলে নেয়া মোটেও সহজ বিষয় ছিলো না বলে মন্তব্য করেন ভারতের অধিনায়ক।

এবারের বিশ্বকাপটা বেদনাদায়ক এক অধ্যায় হিসেবে থাকবে ভারতের ক্রিকেট ইতিহাসে। এক যুগ পর আবারো টিম ইন্ডিয়ার হাতে উঠবে শিরোপা, এমন ধারণা করেছিলো অনেকেই। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে গেলেও ফাইনালে হোঁচট খায় রোহিত-কোহলিরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় মেন ইন ব্লু। যাতে হৃদয়ে রক্তক্ষরণ হয় কোটি সমর্থকদের।

লিগ পর্বে টানা ১০ ম্যাচ জেতায় সকলে প্রশংসায় ভাসায় রোহিত শর্মাকে। শিরোপা হাতছাড়া হওয়ায় একেবারেই চুপসে যান অধিনায়ক। বিশ্বকাপ ব্যর্থতার পর বোর্ড থেকে ছুটিও নিয়েছিলেন। পরিবার নিয়ে লন্ডনে সময় কাটিয়েছেন। বিশ্বকাপ শেষ হওয়ার ২০ দিন পর অবশেষে এ নিয়ে মুখ খুলেলেন রোহিত। নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম পেইজ টিম ফোর্টিফোর আরও’তে তার চার মিনিট দশ সেকেন্ডের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। সেখানে জানান হারের পর সব কিছু ভুলে সামনে এগিয়ে চলা মোটেও সহজ বিষয় নয়।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমার জানা নেই হারের শোক সামলে কিভাবে ফেরা যায়। প্রথম কিছু দিন কী করব সেটাও বুঝতে পারিনি। সামনে এগিয়ে চলার জন্য আমার পরিবার ও বন্ধুরা সাহায্য করেছিলো। তারা সব কিছু হালকা করার চেষ্টা করে গিয়েছে। যা অনেক সাহায্য করেছে। ফাইনালের হার হজম করা খুব কঠিন ছিলো। কিন্তু জীবন এগিয়ে চলে এবং এগিয়ে যেতে হয়। সত্যি কথা বলতে এগিয়ে চলা মোটেও সহজ ছিলো না।’

বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন ছোট থেকেই দেখে আসছেন রোহিত। কিন্তু এবারের ফাইনালে হারায় অপূর্ণই থেকে যায় সেই স্বপ্ন। রোহিত বলেন, ‘৫০ ওভারের বিশ্বকাপ দেখে বড় হয়েছি। বিশ্বকাপের জন্যই এতোগুলো বছর পরিশ্রম করেছি। কিন্তু শেষ মুহূর্তে যদি সাফল্য পাওয়া না যায় , তাহলে তো হতাশ হতেই হয়।’

এবারের বিশ্বকাপ জিততে সামর্থ্যের সবটুকু বিলিয়ে দিয়েছেন বলেও মন্তব্য করেছেন শর্মা। সব ম্যাচে নিখুঁত খেলাটা দিতে না পারলেও চেষ্টার কোনো কমতি রাখেননি তার দল।

ভারতের অধিনায়ক বলেন, ‘আমাদের তরফ থেকে যা করার তা করেছি। যদি কেউ প্রশ্ন করেন কোথায় ভুল হয়েছে তাহলে বলবো, আমরা ১০ ম্যাচ টানা জিতেছিলাম। ১০টি ম্যাচে ভুল যে করিনি তা নয়। প্রতিটি ম্যাচেই কিছু না কিছু ভুল হয়। নিখুঁত ম্যাচ বলে কিছু হয় না।’

বিশ্বকাপ ব্যর্থতার পর তাকে সমর্থন করার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোহিত শর্মা।

সর্বশেষ খবর