Homeসর্বশেষ সংবাদনৌকা বাদ দিয়ে স্বতন্ত্রকে জেতানোর অঙ্গীকার আওয়ামী লীগ নেতাদের

নৌকা বাদ দিয়ে স্বতন্ত্রকে জেতানোর অঙ্গীকার আওয়ামী লীগ নেতাদের

রাজশাহী-২ (সদর) আসনে জোট থেকে নৌকা প্রতীক পাওয়া ফজলে হোসেন বাদশাকে বাদ দিয়ে স্বতন্ত্র প্রার্থীকে জেতানোর অঙ্গীকার করেছেন আওয়ামী লীগের নেতারা।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের মিলনায়তনে দলীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার হাত উঁচিয়ে তাকে বিজয়ী করার অঙ্গীকার করেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগ এ মতবিনিময় সভার আয়োজন করে।

এ আসনে কাঁচি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিক্ষক নেতা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

২০০৮ সাল থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে টানা তিনবার এমপি নির্বাচিত হয়েছেন। এবারও নৌকা প্রতীক পেয়েছেন। তবে এবার তাকে বাদ দিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকার সিদ্ধান্ত স্থানীয় আওয়ামী লীগের। এসময় স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা সভামঞ্চে বসে ছিলেন।

আওয়ামী লীগ নেতারা বলেন, গত ১৫ বছরে ফজলে হোসেন বাদশাকে নৌকা প্রতীক দেওয়াতে নৌকার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সভায় স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ছাড়াও মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর