Homeরাজনীতিঢাকায় বিএনপিসহ সমমনাদের বিক্ষোভ-মিছিল

ঢাকায় বিএনপিসহ সমমনাদের বিক্ষোভ-মিছিল

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের ডাক দিয়ে ঢাকায় বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিসহ সমমনা দলের নেতাকর্মীরা৷

রোববার (২৪ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন জায়গাতে এসব কর্মসূচি পালন করেন তারা।

নেতাকর্মীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফা হচ্ছে উল্লেখ করে  জনগণকে পাশ কাটিয়ে নির্বাচন হতে না দেয়ার হুঁশিয়ার দেন৷ আবার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানায় দলগুলো৷

সরকার বিরোধী স্লোগান দিয়ে রাজধানীর পল্টন, বিজয়নগরে মোড়ে নির্বাচন ঠেকাতে বিএনপিসহ সমমনাদের যুগপৎ আন্দোলনে থাকা প্রায় ৬টি দলের নেতাকর্মীরা বিক্ষোভ-মিছিল করেন৷

সকালে পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন এলডিপির নেতাকর্মীরা৷ পরে বিজয়নগর মোড় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয় মিছিলটি৷ এ কর্মসূচিতে দলের কর্ণধার কর্নেল অলি আহমেদ উপস্থিত না থাকলেও নির্বাচন বর্জনের ঘোষণা আসে কর্মসূচি থেকে৷

আবার জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল করেছে গণ অধিকার পরিষদও৷

গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে পুরানা পল্টন ও বিজয়নগর মোড় হয়ে আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়৷

এ সময় নেতারা বলেন,

আবারও একতরফা নির্বাচনের নীল নকশা করছে সরকার৷ অধিকাংশ দলকে বাইরে রেখে তামাশার নির্বাচন করছে বলেও অভিযোগ করেন তারা৷

এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ৷ সমাবেশ থেকে কর না দিয়ে সরকারকে অসহযোগিতা করতে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়৷

সংসদ ভেঙে দিয়ে সংলাপের মাধ্যমে বিএনপিসহ সকল দল নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেন নেতারা৷ যদি একতরফা নির্বাচন করার চেষ্টা করা হয় তবে, রাজপথে নেমে তা প্রতিহতের ঘোষণা আসে কর্মসূচি থেকে৷ পরে প্রেসক্লাব থেকে মিছিল করেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা৷

এছাড়া একই দাবিতে তোপখানা রোড থেকে মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট, পিপলস পার্টি ও গণ ফোরামের নেতাকর্মীরা৷

সর্বশেষ খবর