Homeরাজনীতিকুমিল্লার তরুণীর সঙ্গে শেখ হাসিনার খুনসুটি

কুমিল্লার তরুণীর সঙ্গে শেখ হাসিনার খুনসুটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাঁচ জেলা ও এক উপজেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন তিনি।

বক্তৃতায় সরকারের নানান উন্নয়নচিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে নিয়ে অনেকে অনেক রকম খেলা খেলতে চায়। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশকেই ধ্বংস করবে। দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে। দেশের মানুষের ভাগ্য নিয়ে তারা যেন ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দেবেন।

জনসভায় বক্তৃতার পর প্রধানমন্ত্রী ভোটার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি কুমিল্লার এক তরুণীর সঙ্গে খুনসুটিতে জড়িয়ে পড়েন। ওই তরুণী প্রধানমন্ত্রীকে বলেন, ‘কুমিল্লাকে বিভাগ করে দেন, আমাদের একমাত্র চাহিদা এটাই। আমি এখনও স্বপ্নের মধ্যে আছি, আমি আমার প্রিয় নেত্রী, আমি আমার প্রিয় মায়ের সঙ্গে কথা বলতে পারছি। জয় হোক, প্রিয় মা মাননীয় প্রধানমন্ত্রীর।’

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণখোলা হাসি দিয়ে বলেন, ‘তুমি তো আমার নাতির বয়সি। নানি বলো।’

সর্বশেষ খবর