Homeখেলাব্রাজিলের কোচ হওয়ার প্রসঙ্গে কী বললেন মরিনহো

ব্রাজিলের কোচ হওয়ার প্রসঙ্গে কী বললেন মরিনহো

কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে চেয়েও পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। যে কারণে তিতের রেখে যাওয়া শূন্যস্থান এখনও পূরণ করতে পারছে না তারা। আনচেলত্তি রিয়ালের সঙ্গে চুক্তি বাড়িয়েছেন, ব্রাজিলের রাডারে এবার তবে কে?

আনচেলত্তিকে বাদ দিলে জনপ্রিয় কোচদের তালিকায় প্রথমেই উঠে আসেন জোসে মরিনহো, পেপ গার্দিওলা, ইয়ুর্গেন ক্লপরা। গার্দিওলা ম্যানচেস্টার সিটির ও ক্লপ লিভারপুলের লম্বা মেয়াদের পরিকল্পনার অংশ। তারা যে ইউরোপের মসনদ ছাড়বেন, তা এই মুহূর্তে ভাবাই কঠিন। বাকি থাকল মরিনহেনার নাম, তিনিও ব্রাজিলের কোচ হওয়ার প্রসঙ্গকে পাত্তাই দিলেন না।

কোপা ইতালিয়ায় ক্রেমনেসের সঙ্গে  ২-১ গোলে জয়ের পর সাংবাদিকদের মরিনহো বলেন, ‘কোচ হওয়ার জন্য ব্রাজিল আমাকে ডাকেনি। আমি আমার এজেন্টকে বলেছি, যতদিন রোমার কোচ আছি, ততদিন কারো সঙ্গে কথা বলো না। রোমার মালিককে আমি শতভাগ বিশ্বাস করি।’

ব্রাজিলের কাছ থেকে মরিনহো প্রস্তাব পাননি। তবে ফার্নান্দো সান্তোস দায়িত্ব ছাড়ার পর তাকে চেয়েছিল পর্তুগাল। সৌদি প্রো লিগের একটি দলও নাকি মরিনহোকে কোচ হিসেবে পাওয়ার জন্য ডেকেছিল। কিন্তু পর্তুগিজ স্পেশাল ওয়ান না করে দেন। এ প্রসঙ্গে মরিনহো বলেন, ‘আমি যে তাদের (রোমা) বিশ্বাস করি সেটা জানিয়েছি, যখন পর্তুগাল ও সৌদি থেকে আমাকে ডেকেছিল।’

সর্বশেষ খবর