Homeরাজনীতিভোটের আগের দিনও বিএনপি কার্যালয়ে তালা

ভোটের আগের দিনও বিএনপি কার্যালয়ে তালা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনের আগের দিনও তালা ঝুলছে। আজ শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্যালয়ের সামনে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন।

বিএনপির কার্যালয়ের পশ্চিম দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড়েও পুলিশের অবস্থান রয়েছে। দৈনিক বাংলা মোড়েও পুলিশ রয়েছে। কার্যালয়ের সামনের সড়কে গাড়ি নিয়ে টহল দিচ্ছে পুলিশ।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকেই দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। ২৮ অক্টোবরের পর থেকে বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সবশেষ গতকাল শুক্রবার মধ্যরাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ দুপুরে নয়াপল্টন কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, সেখানে বেশ কয়েকজন পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। কার্যালয়ের মূল ফটকে তালা লাগানো। নির্বাচন কমিশনসহ বিভিন্ন জায়গা থেকে আসা যেসব চিঠি এত দিন ফটকের ভেতরের অংশে প্লাস্টিকের চেয়ারে ছিল, সেগুলো নেই। নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় দলটির নেতা-কর্মীদের কাউকে দেখা যায়নি।

নয়াপল্টন কার্যালয়ের সামনে দায়িত্বরত পল্টন থানার পুলিশের উপপরিদর্শক রেহান উদ্দিন প্রথম আলোকে বলেন, কার্যালয়ের সামনের অবস্থা আগের মতোই আছে। নেতা-কর্মীদের কেউ আসেন না। বিএনপির নেতা-কর্মীদের পাওয়া গেলে গ্রেপ্তারের নির্দেশনা আছে কি না, এমন প্রশ্নে রেহান উদ্দিন বলেন, তাঁদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

দলের কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তালা ঝুলিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপির লোকজনই তালা লাগিয়েছেন। দুই পক্ষে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে লাগানো তালার চাবির হদিস পাওয়া যায়নি।

সর্বশেষ খবর