Homeবিনোদনতিন মিনিটের পারিশ্রমিক ৪ কোটি!

তিন মিনিটের পারিশ্রমিক ৪ কোটি!

বলিউডে উর্বশী রাউতেলাকে চেনেনা এমন কেউ নেই। কোনো সিনেমাতে তিনি প্রধান ভূমিকায় থাকেন না ঠিকই তবে গানে গানে মাতিয়ে রাখেন দর্শকদের। এক এক গানেই তার পারিশ্রমিক আকাশছোঁয়া।

তামিল সিনেমা ‘ওয়ালটার বারিয়া’য় আইটেম গানে নেচে দুই কোটি রুপি পারিশ্রমিক নেন এই নায়িকা। যেখানে দক্ষিণী ছবির প্রধান নায়িকাদের পারিশ্রমিক থাকে চার থেকে পাঁচ কোটি রুপি। সেখানে উর্বশী ঘরে তোলেন নায়িকাদের অর্ধেক মূল্যের অর্থ।

বলিউডের একাধিক সিনেমা করেছেন তিনি তবে কোনোটাই তেমন সাড়া ফেলতে পারেনি। কিন্তু আইটেম গান আর বিজ্ঞাপন দিয়ে তিনি বহুল পরিচিত ও আলোচিত।

তিন মিনিটের একটি পারফরম্যান্সের জন্য তিন কোটি রুপি (প্রায় চার কোটি টাকা) পারিশ্রমিক নেন তিনি। যার অর্থ, প্রতি মিনিটে তার পারিশ্রমিক হবে এক কোটি রুপি! ভারতীয় গণমাধ্যম ডিএনএ এমন তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপনচিত্রে তার একটি অবস্থান রয়েছে ভারতে। ভারতীয় ক্রিকেটারের সঙ্গে রয়েছে তার প্রেমের গুঞ্জন।

২০২৪ এ বেশ কয়েকটি সিনেমায় দেখা যাবে উর্বশীকে। প্রসঙ্গত, ২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন উর্বশী।

সর্বশেষ খবর