তাইওয়ানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরপরই দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ নাউরু। পাশাপাশি, এখন থেকে চীনকে স্বীকৃতি দেয়ার কথাও জানিয়েছে দেশটি।
সোমবার (১৫ জানুয়ারি) নাউরু এই ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
নাউরু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাইওয়ানকে ‘একটি পৃথক দেশ’ হিসেবে নয় বরং চীনা ভূখণ্ডের একটি ‘অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে স্বীকৃতি দেবে।
ফেসবুক পোস্টে নাউরুর প্রেসিডেন্ট ডেভিড আদেয়াংয়ের পক্ষ থেকে বলা হয়,
এই পরিবর্তন কোনোভাবেই অন্য দেশের সঙ্গে আমাদের বিদ্যমান উষ্ণ সম্পর্ককে প্রভাবিত করার জন্য নয়। আমাদের সরকার নাউরুকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি দৃঢ় প্রত্যয়ী। এই পরিবর্তনটি নাউরুর উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
উল্লেখ্য, স্বশাসিত ও গণতান্ত্রিক তাইওয়ানকে নিজেদের এলাকা বলে দাবি করে আসছে চীন। প্রয়োজনে ‘বলপ্রয়োগ করে’ একদিন তা নিজ দখলে নেয়ার অঙ্গীকারও করেছে বেইজিং। অন্যদিকে নিজেকে স্বাধীন-সার্বভৌম মনে করে তাইওয়ান।
এদিকে নাউরু এই অবস্থান বদলের পর তাইওয়ান পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে। তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জাতীয় মর্যাদা রক্ষায়’ তারা নাউরুর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ইতি টানছে।
নাউরুর সিদ্ধান্তকে বেইজিংয়ের স্বার্থের জন্য একটি বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে।