Homeঅর্থনীতি২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের লক্ষ্য

২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের লক্ষ্য

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রগতি, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন,

আমরা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের একটি টাইমলাইন ঠিক করে ফেলেছি। ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকবে।

বর্তমানে বাংলাদেশে মাত্র ২০ শতাংশ গ্যাস বিদেশ থেকে আমদানি করা হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা নিজস্ব উৎস থেকে ৮০ শতাংশ গ্যাস ব্যবহার করছি। আমরা গ্যাস আমদানি খুব একটা বাড়াতে চাই না। আমাদের গ্যাস আমদানি অব্যাহত থাকবে। মাঝখানে যে গ্যাপটা থাকবে আমরা সেই গ্যাপটা আমদানি করা গ্যাস দিয়ে পূরণ করতে চাই।’

নসরুল হামিদ আরও বলেন, ভোলাতে গ্যাস পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে নতুন এরিয়াতেও গ্যাস পাওয়া যাচ্ছে। তাছাড়া পরবর্তী সময়ে যদি গভীর সমুদ্রে গ্যাস পাওয়া যায়, তাহলে আমরা মনে করি, জ্বালানি বিভাগ একটি ভালো অবস্থায় থাকবে। মনে হচ্ছে, আমরা সুখবর পাচ্ছি, এটিই হচ্ছে বড় বিষয়।

সর্বশেষ খবর