Homeরাজনীতিসরকার এত বোকা নয় যে ৫ বছরের আগে নির্বাচন দেবে: চুন্নু

সরকার এত বোকা নয় যে ৫ বছরের আগে নির্বাচন দেবে: চুন্নু

দ্বাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল কারা হবে এখনও তা স্পষ্ট হয়নি। এরই মধ্যে বিরোধী দল হওয়ার আগ্রহ প্রকাশ করে স্পিকার ড. শিরীন শারমিনকে চিঠি দিয়েছে জাতীয় পার্টি। আর নতুন নির্বাচন নিয়ে দলটির মহাসচিব বলছেন, ৫ বছরের আগে নির্বাচন দেবে না সরকার।

সোমবার (২২ জানুয়ারি) বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এ কথা বলেন।

তিনি বলেন, নিয়মানুযায়ী ৩০ তারিখের (জানুয়ারি) আগে বিরোধী দল নিয়ে একটা সিদ্ধান্ত হবে। গতকাল (রোববার) স্পিকারকে চিঠি দিয়েছি, আজ হাতে পাবেন।

বিরোধী দল নির্বাচিত হওয়ার সম্ভাবনা কতটুকু, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ‘আমরা আমাদের কাজ করেছি, বাকি সিদ্ধান্ত স্পিকারের। গত পার্লামেন্টে আমরা কাজ করেছি, আমাদের অভিজ্ঞতা আছে। আশা করি স্পিকার বিষয়টা বিবেচনায় রাখবেন।’

দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ যথাযথ ছিল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব বলেন, বিএনপির আবার নির্বাচন দাবি করার মানে আমরা নির্বাচনে গিয়ে সঠিক কাজ করেছি।

বিএনপির দাবি অনুযায়ী নতুন নির্বাচন দেয়া হবে কি না, এমন প্রশ্নে চুন্নু বলেন, ‘সরকার এত বোকা নয় যে ৫ বছরের আগে নির্বাচন দেবে।’

সর্বশেষ খবর

Exit mobile version