Homeসর্বশেষ সংবাদলালমনিরহাটের আদিতমারীতে আগুনে দগ্ধ হয়ে এক নারীর মৃত্যু

লালমনিরহাটের আদিতমারীতে আগুনে দগ্ধ হয়ে এক নারীর মৃত্যু

এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের আদিতমারীতে শীত নিবারনের জন্য আগুনের পোহাতে গিয়ে দগ্ধ হওয়া গৃহবধূ সাজেদা বেগম (৫৬) মারা গেছেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, সোমবার রাতে সিট নিবারণের জন্য আগুন পোহাতে গেলে দগ্ধ হন সাজেদা। সাথে সাথে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে  নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সাজেদা বেগম লালমনিরহাট জেলার আদিতমারী  উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পশ্চিম দৈলজোর এলাকার নুর ইসলামের স্ত্রী।
স্বজনরা জানান, তীব্র শীত থেকে বাঁচতে রাতে আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছিলেন সাজেদা। এ সময় তিনি দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সাজেদাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সাজেদা বেগম মারা যান।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের সহকারী অধ্যাপক ডা. শাহীন শাহ বলেন, মারা যাওয়া সাজেদার শরীরের ৫০-৫৫ ভাগ আগুনে  পুড়ে গেছে।
Exit mobile version