Homeসর্বশেষ সংবাদভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন জামিনে মুক্ত

ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন জামিনে মুক্ত

কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি॥

ভোলা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মো. জামাল উদ্দিন লিটন জামিনে মুক্তি পেয়েছেন।
গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধায় কাশিরপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।

বিদায়ী বছরের ১৭ অক্টোবর রাতে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুটি মামালায় ৩ মাস ১০ পর হাইকোর্ট থেকে তিনি জামিন পান।

জামিনে মুক্তি পেয়ে যুবদল সভাপতি মো. জামাল উদ্দিন লিটন বলেন, যেদিন এদেশের গণতন্ত্র মুক্তি পাবে, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবে এবং আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবে সেদিনই জাতীয়তাবাদী শক্তির সৈনিকরা মুক্তির স্বাদ পাবে। দেশের মানুষ এখন দুঃশাসনে বন্দি। এই বন্দিদশা থেকে মুক্তি পেতে আমাদেরকে তারেক রহমানের নির্দেশমত আন্দোলন সংগ্রামে অংশ নিতে হবে এবং আমাদের ভোটাধিকার আদায় ও ডামি সরকারের পতন নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর

Exit mobile version