Homeআন্তর্জাতিকমার্কিন ডলার নয়, সবচেয়ে শক্তিশালী যে দেশের মুদ্রা

মার্কিন ডলার নয়, সবচেয়ে শক্তিশালী যে দেশের মুদ্রা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার তালিকায় প্রথম স্থানে রয়েছে কুয়েতের দিনার। চলতি বছর ফোর্বসের জরিপে প্রকাশিত ১৮০টি দেশের তালিকার বরাতে জানা গেছে এ তথ্য।

সম্প্রতি বিশ্বের ১৮০টি দেশের শক্তিশালী মুদ্রার তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এই তালিকার শক্তিশালী মুদ্রার শীর্ষে রয়েছে কুয়েতি দিনার। দ্বিতীয় শক্তিশালী মুদ্রার স্বীকৃতি পেয়েছে বাহরাইনি দিনার এবং তৃতীয় স্থান দখল করেছে মধ্যেপ্রাচ্যের আরেক দেশ ওমানের রিয়াল।

বিশ্বব্যাপী সবচেয়ে বেশি চাহিদা থাকা যুক্তরাষ্ট্রের ডলারের অবস্থান ১০ নম্বরে।

বর্তমানে বাংলাদেশি মুদ্রায় এক মার্কিন ডলারের দাম প্রায় ১০৯ টাকা। যদিও বাংলাদেশের খোলা বাজারে এর ক্রয়মূল্য ১২০ টাকার ওপরে। আর এক কুয়েতি দিনার সমান ৩ দশমিক ২৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫৬ টাকা।

এদিকে কুয়েতে বসবাসরত প্রবাসীরা এক দিনারের বিপরীতে পাচ্ছেন বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ টাকা।

জনপ্রিয়তা ও ব্যবহারের ব্যাপকতার পার্থক্যের কারণে সব মুদ্রার মান বা শক্তি সমান হয় না। পণ্য, সেবা বা অন্যান্য মুদ্রা বিনিময়ের সময় ক্রয় ক্ষমতার ওপর নির্ভর করে একটি দেশের মুদ্রার মান বা শক্তি পরিবর্তিত হয়ে থাকে।

সর্বশেষ খবর

Exit mobile version