Homeআন্তর্জাতিকপাকিস্তানে নির্বাচন কমিশনের কার্যালয় চত্বরে বিস্ফোরণ

পাকিস্তানে নির্বাচন কমিশনের কার্যালয় চত্বরে বিস্ফোরণ

পাকিস্তানের করাচিতে নির্বাচন কমিশনের কার্যালয়ের চত্বরেবিস্ফোরণ হয়েছে। দেশটিতে নির্বাচনের মাত্র চার দিন আগে স্থানীয় সময় শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাত্র চার দিন আগে দেশটির দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের করাচিতে প্রাদেশিক নির্বাচন কমিশন অফিসের কাছে একটি বিস্ফোরণ হয়েছে।

স্থানীয় পুলিশ বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে জানিয়েছে, এটি একটি ছোট ঘটনা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইসিপি ভবনের কাছে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনকালে সিনিয়র পুলিশ সুপার সাজিদ আমির সাদোজাই বলেন, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে একটি ছোটখাটো বিস্ফোরণ হয়। তিনি বলেন, বিস্ফোরিত বোমাটি ‘হোম মেইড’ এবং প্রায় ৪০০ গ্রাম বিস্ফোরক পদার্থ ছিল সেটিতে।

তিনি বলেন, একটি ছেলে ব্যাগটি তুলতে গেলে বিস্ফোরণ ঘটে। এটি সামান্য একটি বিস্ফোরণ। ছেলেটির কোনো ক্ষতি হয়নি। বিস্ফোরণের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নির্বাচন ঘিরে এরইমধ্যে উত্তাপ শুরু হয়েছে দেশটিতে। বিভিন্ন শহরে সহিংসতার ঘটনাও ঘটছে। জাতীয় নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

এদিকে সহিংসতার মধ্যেই ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন আয়োজনে অটল পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দেশটির নির্বাচন কমিশনের (ইসিপি) ডাকা উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর পরিকল্পনা মতো তারিখেই নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গোহর এজাজ।

তিনি বলেন, ‘ইসিপি ও তত্ত্বাবধায়ক সরকার আগামী বৃহস্পতিবারই (৮ ফেব্রুয়ারি নির্বাচন করবে।’

সর্বশেষ খবর