Homeসর্বশেষ সংবাদলক্ষ্মীপুরে জেলেদের মাঝে জাল ও উপকরণ বিতরণ

লক্ষ্মীপুরে জেলেদের মাঝে জাল ও উপকরণ বিতরণ

মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি।।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এবং মৎস্য অধিদপ্তরের সহযোগীতায় জেলেদের মাঝে নদীতে মাছ ধরার জাল ও অন্যান্য উপকরণ বিতরণ লক্ষ্মীপুর সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ০২ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন। সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান, উপজেলা সমবায় কর্মকর্তা দীপক দাস,সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ,ফরিদা ইয়াছমিন লিকা,জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের ৩ জন করে ৩০ গ্রুপে মোট ৯০ জন জেলেকে মাছ ধরার সুতার জাল ও অন্যান্য উপকরণ প্রদান করা হয়।

সর্বশেষ খবর