Homeখেলাপ্রথম গোল করেই রেকর্ড গড়লেন ১৬ বছর বয়সী আর্জেন্টাইন

প্রথম গোল করেই রেকর্ড গড়লেন ১৬ বছর বয়সী আর্জেন্টাইন

কোপা আর্জেন্টিনায় এক্সার্শনিস্তার বিপক্ষে গোল করে রেকর্ডে নাম তুললেন ১৬ বছর ১৭৭ দিন বয়সী আর্জেন্টাইন ফুটবলার ফ্রাঙ্কো মাস্টানটুনো। রিভারপ্লেটের ফুটবলারদের মধ্যে তিনিই এখন সর্বকনিষ্ঠ গোলদাতা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কোপা আর্জেন্টিনায় এক্সার্শনিস্তার বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে ৩-০ গোলে জিতেছে রিভারপ্লেট। ফ্রাঙ্কো ছাড়াও এ ম্যাচে আরও গোল করেছেন মিগুয়েল বোরজা ও অগাস্টিন রবার্তো।

ফ্রাঙ্কোর আগে রিভারপ্লেটের সর্বকনিষ্ঠ গোলদাতা ছিলেন হ্যাভিয়ের স্যাভিওলা। ১৬ বছর ৩১১ দিন বয়সে সিনিয়র দলের হয়ে গোল করেন তিনি। ১৩৪ দিন কম বয়সে গোল করে তার রেকর্ড ভেঙে দিলেন মাস্টানটুনো।

২০০৭ সালে বুয়েন্স এইরেসের আজুলে জন্মগ্রহণ করেন ফ্রাঙ্কো। নিজ শহরের আজুল ক্লাব দিয়েই ফুটবলে যাত্রা শুরু হয় তার। ক্লেমেন্তো হয়ে তিনি ২০১৯ সালে নাম লেখান দেশটির ঐতিহ্যবাহী ক্লাব রিভারপ্লেটে। এ ক্লাবে চমক দেখিয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলগুলোতে ডাকও পেয়েছেন তিনি।  অনূর্ধ্ব-১৭ দলের পর তিনি মনযোগ কাড়েন অনূর্ধ্ব-২০ দলের কোচ হ্যাভিয়ের মাশ্চেরানোর।

সর্বশেষ খবর

Exit mobile version