উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।।
নড়াইল পৌরসভার হাটবাড়িয়া শ্বশ্বানে ইলেকট্রিক চুল্লী নির্মাণ প্রকল্পসহ অন্যান্য উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে আসেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল।বৃহস্পতিবার বেলা ১২টায় প্রতিনিধি দলটি নড়াইল পৌরসভা ভবনে এসে পৌঁছালে তাদেরকে স্বাগত জানান পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী হায়দার, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওহাবুল আলমসহ পৌর কাউন্সিলরবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
প্রতিনিধি দলটি পৌর কবরস্থানের উন্নয়ন, রুপগঞ্জে মার্কেট নির্মাণ, হাটবাড়িয়া শ্বশ্বানে ইলেকট্রিক চুল্লী নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন।
বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলে ছিলেন আরবান উন্নয়ন বিশেষজ্ঞ ও টাস্ক টীম প্রধান মানশা চেন, কনসালটেন্ট মাইক উইন্টার,হুরাইয়েরা জেবিন, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিসিআরআরপি প্রকল্প পরিচালক নাজমুস সাদাত মোহাম্মদ জিল্লুর রহমান, উপ-প্রকল্প কর্মকর্তা মো: ইকবাল হোসাইন প্রমূখ। হাটবাড়িয়া গ্রামের কল্যান কুন্ডু, বিকাশ কুন্ডু, রাধে কুন্ডু ও পুটু কুন্ডু, বলেন, হাটবাড়িয়া শ্বশ্বানে ইলেকট্রিক চুল্লী নির্মাণ করায় পরিবেশ ভালো থাকবে বলে মন্তব্য করেন।