জাপানে প্রায় ৬৯ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। ম্যাচটিতে লিওনেল মেসি খেললেও টিকিট বিক্রি হয়েছিল মাত্র ২৮ হাজার ৬১৪টি। অপরদিকে হংকংয়ে ৪০ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামেও নেমেছিল দলটি। কিন্তু সেখানে পরিপূর্ণ দর্শক থাকলেও খেলেননি মেসি। তাতেই বেধেছে যত সমস্যা! হংকংয়ের দর্শকদের তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সেটি থামাতে কর্তৃপক্ষ টিকিটের অর্ধেক টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি হংকংয়ে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নিয়েছিল ইন্টার মায়ামি। সেই ম্যাচে খেলার কথা ছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। তবে ইনজুরির কারণে শেষমেশ খেলা হয়নি তার। মেসি না খেলায় হতাশা প্রকাশ করেছিল হংকং সরকার। সে কারণে দুঃখপ্রকাশও করেছে ইন্টার মায়ামি।
ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে দেখতে উচ্চমূল্য দিয়ে টিকিট কিনেছিলেন দর্শকরা। সেখানে ৭০ হাজার টাকার ওপরে খরচ করে (৫ হাজার হংকং ডলার) অনেকে টিকিট কিনেছিলেন। এতো দাম দিয়ে টিকিট কিনেও তাদের ইচ্ছাপূরণ হয়নি। গ্যালারি ভর্তি দর্শক বাড়ি ফিরেছে মেসিকে মাঠে দেখতে না পাওয়ার আক্ষেপ নিয়ে।
এই বিষয়টি হয়তো এখানেই শেষ হয়ে যেত। কিন্তু ইন্টার মায়ামিই সেটা উসকে দিয়েছে। হংকংয়ে মেসিকে একেবারে না খেলালেও জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে নামানো হয় আর্জেন্টাইন তারকাকে।
বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেনি হংকং সরকার। এই ঘটনায় দর্শকদের ক্ষোভ আরও বাড়ে। উপায়ন্তর না পেয়ে দর্শকদের টিকেটের ৫০ শতাংশ অর্থ ফেরত দেওয়ার কথা জানিয়েছে হংকংয়ের ম্যাচের আয়োজকরা। আয়োজক ট্যাটলার এশিয়া ইনস্টাগ্রামে এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।