Homeআন্তর্জাতিকহামাসের বিস্ফোরণ, ‘উড়ে গেল’ ইসরাইলি কমান্ডার

হামাসের বিস্ফোরণ, ‘উড়ে গেল’ ইসরাইলি কমান্ডার

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলায় ইসরাইলি সেনাবাহিনীর এক ব্যাটালিয়ন কমান্ডারসহ তিন সেনা সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর টাইমস অব ইসরাইলের।

প্রতিবেদনে বলা হয়, হামাস ও ইসরাইলের মধ্যে ১৩০ দিন ধরে যুদ্ধ চলছে। যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো আবারও নতুন করে আলোচনা শুরু করেছে। এছাড়া ইসরাইলি সেনাদের গাজার সবশেষ নিরাপদ স্থান রাফাহতে ঢুকে পড়ার শঙ্কাও তৈরি হয়েছে। এরমধ্যেই প্রাণ হারালেন ব্যাটালিয়ন কমান্ডারসহ তিন সেনা।

নিহত সেনারা হলেন— গাজা ডিভিশনের সাউদার্ন ব্রিগেডের ৬৩০তম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেনেন্ট কর্নেল নেতানিয়েল ইয়াকুব এলকোবি (৩৬), মেজর (রিজার্ভ) ইয়ারির কোহেন (৩০) এবং সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) জিভ চেন (২৭)।

জানা গেছে, খান ইউনিসের একটি ভবনে ইসরাইলি ওই সেনারা অবস্থান করছিলেন। তখন সেখানে হামাস যোদ্ধারা বিস্ফোরণ ঘটায়। এতেই হতাহতের ঘটনা ঘটে। বর্তমানে সেখানে তীব্র লড়াই চলছে।

এর আগে, সোমবার (১২ ফেব্রুয়ারি) আরও তিন ইসরাইলি সেনা নিহত হওয়ায় গাজায় ইসরাইলি বাহিনীর সদস্যদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩২ জনে।

সর্বশেষ খবর