Homeসর্বশেষ সংবাদমন্ত্রিপাড়ার বাংলো ছাড়তে গোলাপকে চিঠি

মন্ত্রিপাড়ার বাংলো ছাড়তে গোলাপকে চিঠি

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান মিয়া (গোলাপ) রাজধানীর মন্ত্রিপাড়ায় যে বাংলোয় থাকতেন, সেটির বরাদ্দ বাতিল করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি আবাসন পরিদফতর সূত্র সময় সংবাদকে এমন তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ১৫ ফেব্রুয়ারি বাংলোটির বরাদ্দ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওই দিনই আবদুস সোবহানকে চিঠি দিয়ে তা জানিয়ে দেয়া হয়েছে। বাংলোটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে বরাদ্দ দেয়া হয়েছে।

রাজধানীর মিন্টো রোড মন্ত্রিপাড়া বলে পরিচিত। সেখানকার দুইতলা বাংলোগুলোয় মন্ত্রীরা বসবাস করেন। সেখানকার ৪২ নম্বর বাংলোয় ছিলেন আবদুস সোবহান। বাংলোটিতে আবদুস সোবহান উঠেছিলেন ২০১৬ সালে। তখন তিনি বাংলোটি বরাদ্দ পেয়েছিলেন সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে; যদিও ২০১৮ সালের পর থেকে তিনি আর বিশেষ সহকারী নেই।

সর্বশেষ খবর

Exit mobile version