Homeসর্বশেষ সংবাদএসএসসি: গোপালগঞ্জে মায়ের পরীক্ষা দিতে গিয়ে মেয়ে ধরা

এসএসসি: গোপালগঞ্জে মায়ের পরীক্ষা দিতে গিয়ে মেয়ে ধরা

এসএসসি ও সমমানের পরীক্ষায় গোপালগঞ্জের দাখিল পরীক্ষার্থী মায়ের জায়গায় মেয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে ভুয়া ওই পরীক্ষার্থী ১৩ বছর বয়সের সুমাইয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) আরবি ২য় পত্র পরীক্ষা চলাকালে হরিদাসপুর রয়েল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের ট্যাগ অফিসার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান জানান, পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পরে হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের একটি কক্ষে এক পরীক্ষার্থীর গতিবিধি সন্দেহজনক মনে হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল রহস্য। দেখা যায়, গোপালগঞ্জ শহরের মহিলা আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী খাদিজা খানমের স্থলে তার মেয়ে সুমাইয়া খানম পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রাসেল মুন্সী আলিম পরিক্ষার্থী খাদিজা খানমের স্থলে তার মেয়ে সুমাইয়া খানম (১৩) পরীক্ষায় অংশগ্রহণের অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করেন।

বিষয়টি নিয়ে কথা বলতে ওই কেন্দ্রে গিয়ে মূল ফটকে তালা ঝুলতে দেখা যায়। কেন্দ্র সচিব হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আতিয়ার রসুলের মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ খবর