Homeআন্তর্জাতিকআইসক্রিম খেতে খেতে যুদ্ধবিরতির বার্তা দিলেন বাইডেন!

আইসক্রিম খেতে খেতে যুদ্ধবিরতির বার্তা দিলেন বাইডেন!

ইসরাইলের হামলায় গাজায় প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যুর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন এখন যুদ্ধবিরতি কবে, তা নিয়ে। তবে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নটিকেই যেন খুব স্বাভাবিকভাবে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর উত্তর দিলেন আইসক্রিম হাতে!

সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, টিভি উপস্থাপক শেঠ মায়ার্সের ‘লেট নাইট শো’তে দেয়া সাক্ষাৎকার শেষে পিকক নেটওয়ার্কের সদর দফতরের কাছে একটি আইসক্রিম পার্লারে থামেন বাইডেন।

সেখানে একজন সাংবাদিক তার কাছে জানতে চান, যুদ্ধবিরতি (গাজায়) কবে শুরু হবে। এসময় আইসক্রিম হাতে নিয়েই বাইডেন বলেন, গাজা উপত্যকায় যুদ্ধবিরতির ‘কাছাকাছি’ রয়েছে ইসরাইল এবং হামাস। ‘সপ্তাহের শেষ দিকে’ এটি বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন যে, আমরা কাছাকাছি (যুদ্ধবিরতির) আছি। এটি এখনও বাস্তবায়িত হয়নি। তবে আমরা আশা করছি, আগামী সোমবারের মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে।

এদিকে, যুদ্ধবিরতি ইস্যুতে এরই মধ্যে কয়েক দফায় বৈঠক করেছেন মিসর, কাতার, ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং হামাসের প্রতিনিধিরা।

প্যারিস ও দোহায় বৈঠকের পর এবার কথা রয়েছে কায়রোতে আলোচনায় বসার। তবে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় অব্যাহত রয়েছে ইসরাইলি আগ্রাসন। সোমবারও রাফায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরাইলি সেনারা।

উল্লেখ্য, গেল বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ হামলার পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সেদিন থেকেই হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা। চার মাসেরও বেশি সময় ধরে চলমান এ হামলায় এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

সর্বশেষ খবর