Homeআন্তর্জাতিকচিড়িয়াখানায় গিয়ে হৃদরোগে স্বামীর মৃত্যু, শোকে স্ত্রীর আত্মহত্যা

চিড়িয়াখানায় গিয়ে হৃদরোগে স্বামীর মৃত্যু, শোকে স্ত্রীর আত্মহত্যা

বিয়ে হয়েছিল মাত্র মাস তিনেক আগে। ভালোভাবেই চলছিল সবকিছু। সোমবার (২৬ ফেব্রুয়ারি) স্বামী-স্ত্রী মিলে ঘুরতে বের হয়েছিলেন। কিন্তু ঘুরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় স্বামীর। আর স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে আত্মহত্যা করেছেন স্ত্রী।

মর্মান্তিক এমন ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গাজিয়াবাদের এক তরুণ দম্পতি সোমবার চিড়িয়াখানায় ঘুরতে যান। সেখানে গিয়ে প্রথমে বুকে ব্যথা ও পরে হাসপাতালে নিলে অভিষেক আহলুওয়ালি (২৫) নামের ওই যুবককে মৃত ঘোষণা করা হয়। কিন্তু স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন অভিষেকের স্ত্রী অঞ্জলি।

তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বছরের ৩০ নভেম্বর অভিষেক ও অঞ্জলির বিয়ে হয়েছিল। সোমবার দিল্লির চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন দুজন। সেখানেই অভিষেক বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন।

পরে অঞ্জলি তার বন্ধুদের ফোন করেন এবং তার স্বামীকে প্রথমে গুরু তেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে অভিষেককে সফদরজং হাসপাতালে রেফার করা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিষেকের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

সোমবার রাত ৯টার দিকে গাজিয়াবাদের বৈশালীর আহলকন অ্যাপার্টমেন্টে ওই দম্পতির বাড়িতে অভিষেক আহলুওয়ালির মরদেহ পৌঁছায়।

কিন্তু স্বামীর অকালমৃত্যুর শোক সইতে না পেরে অঞ্জলি তাদের বাড়ির সপ্তম তলার বারান্দায় গিয়ে নিচে ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে বৈশালীর ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ভোরে তিনিও মারা যান।

সর্বশেষ খবর