Homeখেলাফাইনালে হারের রেকর্ড গড়ল চেলসি

ফাইনালে হারের রেকর্ড গড়ল চেলসি

কাড়ি কাড়ি অর্থ খরচ করেও ফল পাচ্ছে না ইংলিশ ক্লাব চেলসি। গত বছরের জানুয়ারি থেকে এই বছরের জানুয়ারি পর্যন্ত প্রায় ৫০০ মিলিয়ন ইউরো খরচ করেছে ক্লাবটি। তবে সাফল্য কিছুই পাচ্ছে না। গত রোববার (২৫ ফেব্রুয়ারি) ইএফএল কাপের ফাইনালে হেরে একটি লজ্জার রেকর্ডে নাম লিখল টড বোয়েলির মালিকানাধীন দলটি।

এমনিতেই চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে সুযোগ মেলেনি চেলসি। আর লিগেই তেমন সুবিধাজনক অবস্থায় নেই পচেত্তিনোর দল। তা সত্ত্বেও চলতি মৌসুমের ইএফএল কাপের ফাইনালে উঠেছিল চেলসি।

তবে লিভারপুলের বিপক্ষে সেই ফাইনালে ফন ডাইকের ১১৮তম মিনিটের গোল চেলসির সব স্বপ্ন ধূলিতে মিশে যায়। আরও একবার ফাইনালে গিয়ে হারের মুখ দেখতে হয় চেলসির। আর এতেই এক লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে তারা।

প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ঘরোয়া কাপে টানা ছয়টি ফাইনালে হারল ব্লুজর। ২০১৯ সালে এফএ কাপে টাইব্রেকারে ৪-৩ ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিল চেলসি। পরের বছর এফএ কাপেও আর্সেনালের কাছে ২-১ গোলে হার।

২০২১ সালে একই টুর্নামেন্টের ফাইনালে ব্লুজরা ১-০ গোলে হারে ম্যানচেস্টার সিটির কাছে। ২০২২ সালে রোমাঞ্চকর টাইব্রেকারে ১১-১০ গোলে হেরেছিল লিভারপুলের বিপক্ষে। একই বছর এফএ কাপেও টাইব্রেকারে (৬-৫) অলরেডদের কাছে হেরেছিল চেলসি। এবারও সেই লিভারপুলের কাছে হেরে লজ্জার রেকর্ড গড়ল তারা।

সর্বশেষ খবর