Homeখেলাকোপার আগে আরও দুই ম্যাচ আর্জেন্টিনার, প্রতিপক্ষ কারা?

কোপার আগে আরও দুই ম্যাচ আর্জেন্টিনার, প্রতিপক্ষ কারা?

চলতি মাসের শুরুতে চীনে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। তবে তা বাতিল হয়ে যাওয়ায় বিপাকে পড়ে মেসি-মার্টিনেজরা। কিন্তু আর্জেন্টিনা নিশ্চিত করেছে, কোপার আগে আরও চারটি প্রীতি ম্যাচ খেলবে তারা। যার দুইটির প্রতিপক্ষের নামও প্রকাশ করেছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। পাশাপাশি সূচিও প্রকাশ করেছে তারা।

গত সপ্তাহে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, মার্চে যুক্তরাষ্ট্রে এল সালভাদর ও নাইজেরিয়ার বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এবার তারা নিশ্চিত করেছে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথাও।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, আগামী ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ডে ইকুয়েডরের বিপক্ষে এবং ১৪ জুন ল্যান্ডওভারের ফেডেক্স ফিল্ডে গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা।

আগামী মাসের ২৩ তারিখে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিল্ডে এল সালভাদর এবং ২৬ মার্চ লস অ্যাঞ্জেলেসের মেমোরিয়াল কলিসিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করে আর্জেন্টিনা।

মার্চে আর্জেন্টিনা যে দুই প্রীতি ম্যাচ খেলবে তা খেলার কথা ছিল চলতি মাসে চীনে। তবে হংকংয়ে ইন্টার মায়ামির প্রীতি ম্যাচে মেসির না খেলা নিয়ে ঝামেলা শুরু হয়। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই চীন সফর বাতিল করে আর্জেন্টিনা।

চীন সফর বাতিল হওয়ার পর থেকেই বিকল্প ভেন্যু ও প্রতিপক্ষ খুঁজতে শুরু করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তবে বেশি বেগ পেতে হয়নি মেসিদের নতুন ভেন্যু খুঁজতে। এখন কোপা আমেরিকার আগে দুইটি নয়, চারটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে তারা। তাতে কোপার আগে নিজেদের প্রস্তুতিটা ভালোই হবে।

আগামী ২১ জুন যুক্তরাষ্ট্রের আটালান্টায় কোপা আমেরিকার প্রথম ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হতে পারে কানাডা অথবা ত্রিনিনাদ অ্যান্ড টোবাগো।

সর্বশেষ খবর