Homeখেলাইনিয়েস্তার ১০০০

ইনিয়েস্তার ১০০০

স্পেনের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার বার্সেলোনা ক্যারিয়ার শেষ করে পাড়ি জমান জাপানি ক্লাব ভিসেল কোবেতে। সেখান থেকে গত বছর নাম লেখান সংযুক্ত আরব আমিরাতের ক্লাব এমিরেটস এফসিতে। এই ক্লাবের হয়েই ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ খেললেন ৩৯ বছর বয়সী মিডফিল্ডার।

শুক্রবার (১ মার্চ) লিগের খেলায় আজমানের বিপক্ষে খেলতে নামে এমিরেটস। এটা তার সিনিয়র ক্যারিয়ারের হাজারতম ম্যাচ। ম্যাচটিতে ২-০ গোলে হারের ইনিয়েস্তার দল। বার্সেলোনার হয়ে ৭২৩, ভিসেল কোবের হয়ে ১৩৪, স্পেনের হয়ে ১৩১ ও এমিরেটসের হয়ে ১২ ম্যাচ খেলেছেন তিনি।

এই শতাব্দীর শুরুতে সিনিয়র ক্যারিয়ার শুরু করেছিলেন ইনিয়েস্তা। দুই যুগের সুদীর্ঘ ক্যারিয়ারে অসংখ্যা স্মৃতি কুড়িয়েছেন তিনি। জিতেছেন অনেকগুলো ট্রফিও। সিনিয়র ক্যারিয়ারে তিনি করেছেন ৯০ গোল ও ১৬২ অ্যাসিস্ট। জিতেছেন ৩০টির অধিক ট্রফি।

স্পেনের হয়ে ইনিয়েস্তার ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৬ সালে। তিনি অভিষেকের চার বছর পর ফুটবল বিশ্বকাপের স্বাদ নেন। ডাচদের বিপক্ষে ফাইনালে জয়সূচক একমাত্র গোলটিও করেন তিনি। জোহানেসবার্গে সেদিন আনন্দের জোয়ার বইয়েছিল স্প্যানিশ ডেরায়।

সর্বশেষ খবর

Exit mobile version