Homeঅর্থনীতিখেজুরের দাম বেঁধে দেবে সরকার

খেজুরের দাম বেঁধে দেবে সরকার

রমজানে ইফতারিতে রোজাদারদের অন্যতম পছন্দের উপাদান খেজুর। তবে দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে খেজুরের দাম। এ পরিস্থিতিতে রোজদারদের স্বস্তি দিতে দুই- এক দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় জিহাদি খেজুরের দাম বেঁধে দেবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম সফিকুজ্জামান।

রোববার (১০ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে রমজান উপলক্ষে সাধারণ ভোক্তাদের সাশ্রয়ী মূল্য টিকে গ্রুপের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ভোক্তার ডিজি।

তিনি বলেন, আজ কালকের মধ্যে জিহাদি খেজুরের দাম বেঁধে দিবে বাণিজ্য মন্ত্রণালয়। পাশাপাশি আমদানিকারকদের সঙ্গে বৈঠকে বসে নজরদারির মধ্যে রাখা হবে অন্যান্য খেজুরও।

ভোক্তা অধিকার বছরব্যাপী অভিযান কার্যক্রম পরিচালনা করে জানিয়ে সফিকুজ্জামান বলেন, বাজার নিয়ন্ত্রণে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে ভোক্তা অধিকার। অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে বাজার নিয়ন্ত্রণের এ চেষ্টা অব্যাহত রাখা হবে।

রমজানের সময় দ্রব্যমূল্য বৃদ্ধি পায় উল্লেখ করে ভোক্তার ডিজি বলেন, এবারের রমজানে টিকে গ্রুপ প্রায় ৩০টি পণ্যে ৫-৫০ শতাংশ ছাড় দিয়ে বিক্রি করছে। ক্রেতাদের অস্বস্তি কমাতে দেশের অন্যান্য শিল্পগ্রুপ গুলোকেও এগিয়ে আসতে হবে।

Exit mobile version