Homeখেলাফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে এমবাপ্পের পিএসজি

ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে এমবাপ্পের পিএসজি

লিওনেল মেসি ও নেইমার জুনিয়র চলে গেলেও এবারের মৌসুমটা দারুণ কাটছে পিএসজির। দলটি লিগ টেবিলে আছে সবার শীর্ষে, পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকিটও, বুধবার (১৩ মার্চ) তারা উঠেছে ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে।

ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে পিএসজি হারিয়েছে নিসেকে। কিলিয়ান এমবাপ্পের দলের জয় ৩-১ গোলে। জয়ী দলের হয়ে এমবাপ্পের পাশাপাশি গোল করেছেন ফ্যাবিয়ান রুইজ ও লুকাস বেরাল্ডো। নিসের একমাত্র গোলটি গেতান লাবোর্দের।

পার্ক দে প্রিন্সেসে ১৪ মিনিটের মাথায় এগিয়ে যায় পিএসজি। রুইজের পাস থেকে বল পেয়ে এ সময় গোলটি করেন দলটির সবচেয়ে বড় তারকা এমবাপ্পে। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। উসমান ডেম্বেলের কাছ থেকে বল নিয়ে এ গোলটি করেন রুইজ নিজে।

৫ মিনিট বাদে ব্যবধান কমাতে সক্ষম হয় নিসে। ২-১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা। ফিরে আর গোল করতে পারেনি দলটি। অবশ্য গোল পায় পিএসজি। ৬০ মিনিটে বেরাল্ডো জালের দেখা পান, তাতে ব্যবধান হয় ৩-১। এরপর আর কেউই গোলের দেখা পায়নি।

সর্বশেষ খবর