Homeঅর্থনীতিঈদ কেনাকাটায় নারীদের ভিড় বাড়ছে বিপণি বিতানগুলোতে

ঈদ কেনাকাটায় নারীদের ভিড় বাড়ছে বিপণি বিতানগুলোতে

ঈদ কেনাকাটায় নারীদের ভিড় বেড়েছে রাজধানীর বিভিন্ন বিপণি বিতানগুলোতে। বর্তমানে বিক্রি বেড়েছে স্টিচ থ্রি-পিসের। রং, নকশা আর কাপড়ের মানে সন্তুষ্ট ক্রেতারা।

ঈদ বাজারে ক্রেতা টানতে সব বাহারি পোশাক শোভা পাচ্ছে রাজধানীর বিপণি বিতানগুলোতে। কেনাকাটা বাড়াতে বিক্রেতারা মেলে ধরছেন রং, নকশা আর কাপড়ের বৃত্তান্ত। বিক্রেতারা জানান, রমজান শুরুর পর থেকেই স্টিচ থ্রি-পিস বেশি কিনছেন ঈদ শপিংয়ে আসা নারীরা।

ক্রেতারা জানান, আরও ভালো মানের পোশাক হয়তো আরও পরে বাজারে উঠানো হবে। তবে এখন পর্যন্ত ঈদ কালেকশনের পোশাকগুলো ভালোই দেখা যাচ্ছে।

নানা নামের পোশাক বিক্রি নিয়ে তৃপ্ত দোকানিরা জানালেন, গতবারের চেয়ে দাম এবার একটু বেশি। তবে ঈদে নতুন ডিজাইন, আরও ভালো মানের পোশাক উঠেছে এবার।

যাদের নজর বাড়তি সৌন্দর্যে ও নিজের পোশাককে অন্যদের চেয়ে আলাদাভাবে ফুটিয়ে তোলার দিকে; তারা একবার ঢুঁ মারছেন লেইস-ফিতার দোকানেও। ক্রেতারা জানান, গজ কাপড়ের শাড়ির সঙ্গে মিল রেখে লেইস কেনা হয়ে থাকে। তবে এই লেইসের দাম অতিরিক্ত বলে অভিযোগ করেন তারা।

এবার ঈদ বাজারে ক্রেতা সমাগম গতবারের তুলনায় বেশি বলে জানান দোকানিরা।

সর্বশেষ খবর