Homeরাজনীতিসততা দেখতে হলে হাসিনা-রেহানা-জয়-পুতুলের দিকে তাকান: কাদের

সততা দেখতে হলে হাসিনা-রেহানা-জয়-পুতুলের দিকে তাকান: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এদেশে বঙ্গবন্ধু পরিবারই সবচেয়ে বড় আদর্শের জায়গা৷ সততা, সাহস দেখতে চান তাহলে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের দিকে তাকান৷

সোমবার (১৮ মার্চ) তেজগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গেলো ১৫ বছরে এই পরিবারের কেউ ক্ষমতার বিকল্প কেন্দ্র হয়ে ওঠেননি৷ গায়ের জোরে নয়, লুটপাট করে নয়, এই পরিবারের সবাই সততার আদর্শে উজ্জীবিত৷

তিনি আরও বলেন, সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে নীরবে এসে, নিঃশব্দে চলে যান৷ কেউ টেরও পায় না৷ তার জন্যই ডিজিটাল বিপ্লব হচ্ছে দেশে৷ অথচ কোনো সাড়াশব্দ নেই।

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, রাজনীতির ব্যাঙদের (বিএনপিকে ইঙ্গিত করে) আওয়াজ বেড়ে গেছে৷ আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই৷ বিএনপি যেনো ছোবল দিতে না পারে, সেজন্য পাঁচবছর দেশ পাহারা দেবে আওয়ামী লীগ ৷

সর্বশেষ খবর