Homeআন্তর্জাতিকজাপান উপকূলে ডুবে গেল দক্ষিণ কোরিয়ার জাহাজ, মৃত ৭

জাপান উপকূলে ডুবে গেল দক্ষিণ কোরিয়ার জাহাজ, মৃত ৭

জাপান উপকূলে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি ট্যাঙ্কার জাহাজ ডুবে সাত ক্রু মারা গেছেন বলে জানিয়েছে জাপানের কোস্ট গার্ড।

বুধবার (২০ মার্চ) জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ১১ জন ক্রু সদস্য নিয়ে জাহাজটি বুধবার সকালে পশ্চিম জাপান উপকূলে ডুবে যায়।

এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছে এবং তাদের খোঁজে তল্লাশি চলছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

স্থানীয় উপকূলরক্ষীরা বলছেন, ইয়ামাগুচির একটি দ্বীপ মুতসুরেজিমার কাছে রাসায়নিক ট্যাঙ্কার কেওয়ংসুন থেকে সকাল ৭টার দিকে তারা একটি দুর্যোগ সংকেত পেয়েছিল।

উপকূলরক্ষী কর্মকর্তারা বলছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্যাঙ্কারটি নোঙর করে ছিল।

জাহাজটিতে আট ইন্দোনেশিয়ান, দুই দক্ষিণ কোরিয়ান এবং একজন চীনা নাগরিক ছিলেন বলে জানিয়েছে উপকূলরক্ষী বাহিনী।

এনএইচকে বলছে, দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রবল বাতাস বইছিল। আর ঢেউ পৌঁছেছিল সাড়ে তিন মিটার পর্যন্ত।

সর্বশেষ খবর