বিএনপির শক্তি কমে গেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলটির নেতাদের মুখের বিষ উগ্র হয়ে গেছে। সব কিছু হারিয়ে তারা এখন ভারত বিরোধিতায়ও নেমেছেন।
শনিবার (৩০ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে রংপুর বিভাগীয় নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিএনপির রাজনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে মন্তব্য করে কাদের বলেন, বিএনপি কী বললো তা হিসাব করে রাজনীতি চলবে না। বাস্তবতার সঙ্গে তাদের কোনো মিল নেই।
‘এত বিষ বিএনপি নেতাদের মুখে! বিএনপির শক্তি কমে গেছে। তাই দলটির নেতাদের মুখের বিষ উগ্র হয়ে গেছে’, যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিএনপির ৮০ শতাংশ নেতাকর্মী জেলে থাকার তথ্য মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করে ওবায়দুল কাদের বলেন, তালিকাটা দেন। মিথ্যার বেসাতি করলে রাজনীতি টিকবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভারত একাত্তরে যেমন বাংলাদেশের পাশে ছিল। তেমনি দেশি-বিদেশি ষড়যন্ত্রে দেশটি এবারও নির্বাচনের আগে বাংলাদেশের পাশে দাঁড়ায়। যাদের পক্ষ থেকে নিষেধাজ্ঞার প্রশ্ন ছিল, তারাও বাংলাদেশের বাস্তবতা বুঝতে পেরেছেন। তারা এখন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। আর সব কিছু হারিয়ে বিএনপি এখন ভারত বিরোধিতায় নেমেছে। এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। কারণ তাদের কিছু করার ক্ষমতা নেই।
আওয়ামী লীগ আগে থেকেই স্থানীয় সরকার নির্বাচনে আটঘাট বেঁধে নামবে জানিয়ে নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘যখন তখন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য যারা রাখবেন, তাদের দায় দল নেমে না। এটা দলের শৃঙ্খলার ওপর প্রভাব ফেলে। চ্যালেঞ্জের সময় পার করছি, দায়িত্বজ্ঞানহীন আচরণ করবেন না। কথা বলার আগে ভেবে দেখবেন। কমিটি করবেন, পকেটের কমিটি আমরা চাই না। দলের ত্যাগী নেতাদের নিয়ে কমিটি করবেন।’
‘নতুন ও উন্মুক্ত পরিবেশ প্রতিযোগিতামূলক উপজেলা নির্বাচনের সুযোগ করে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাই সংসদ সদস্য বা মন্ত্রীরা ভোটার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করলে তাদেরকে ক্ষমা করা হবে না’, যোগ করেন কাদের।