Homeসর্বশেষ সংবাদসিরাজগঞ্জে সেতুর গার্ডার ধসে শ্রমিকচাপা, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

সিরাজগঞ্জে সেতুর গার্ডার ধসে শ্রমিকচাপা, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

সিরাজগঞ্জে নির্মাণাধীন বেসরকারি ইকোনমিক জোনের ভিতর নির্মাণাধীন সেতুর তিনটি গার্ডার ধসে পড়লে এর মধ্যে এক শ্রমিক চাপা পড়েন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছেন। এতে আহত হয়েছেন আরো ২ জন।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে বড় শিমুল পঞ্চসোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চাপাপড়া শ্রমিকের নাম জোবায়ের হোসেন। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার বাসিন্দা বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, ‘মঙ্গলবার সকালে ইকোনোমিক জোনের ভেতরে নির্মাণাধীন একটি সেতুর তিনটি গার্ডার ধসে পড়ে। এ সময় গার্ডারের নিচে তিনজন শ্রমিক কাজ করছিলেন। এর মধ্যে দুজন সরে আসতে পারলেও একজন চাপা পড়েন। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করছি আমরা।’

নির্মাণজনিত ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর