Homeবিনোদন‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩’ তে অভিনয় করবেন কে এই শানায়া?

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩’ তে অভিনয় করবেন কে এই শানায়া?

বলিউডে করণ জোহরের সিনেমা মানেই ভিন্নকিছু। তার প্রতিটি ছবিই প্রায় সাফল্যের জোয়ারে ভেসেছে। এবার আনতে যাচ্ছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র দ্বিতীয় কিস্তি। সেখানে দর্শক চমক দেখবে পর্দায়।

নতুন মুখদের ক্যামেরায় আনতে করণ জোহরের নামডাক রয়েছে। এই পর্যন্ত বেশ কয়েকজন তারকার সন্তানকে তিনি বলিউডে এনেছেন। যাদের সকলেই পেয়েছেন সাফল্য, তারকাখ্যাতি।

২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটকে পর্দায় এনেছিলেন নির্মাতা। এরপর একই ছবির দ্বিতীয় কিস্তিতে অভিষেক হয় অনন্যা পাণ্ডে ও তারা সুতারিয়ার।

এবার আসছে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩’। করণ জোহর নিজেই খবরটি জানিয়েছেন। ভারতের চণ্ডীগড়ে ‘সিনেভেশ্চার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ অংশ নিয়ে জোহর জানান, স্টুডেন্ট সিরিজের এই ছবি পরিচালনা করবেন রীমা মায়া।

তবে এবার আর বড় পর্দার জন্য সিনেমা হিসেবে নয়, বরং ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ আসছে ওটিটি প্ল্যাটফর্মে; ওয়েব সিরিজ হিসেবে।

জানা গেছে, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩’র মুখ্য নারী চরিত্রে থাকছেন শানায়া কাপুর। তিনি অভিনেতা সঞ্জয় কাপুর ও অভিনেত্রী মাহীপ কাপুরের কন্যা। যদিও এ বিষয়ে করন জোহর কিছু খোলাসা করেননি। তবে গুঞ্জন সত্যি হলে, এই সিরিজের মাধ্যমেই বলিউডে অভিষেক হবে শানায়ার।

সর্বশেষ খবর