Homeখেলাহ্যাটট্রিক করে বিশেষ বার্তা দিলেন রোনালদো

হ্যাটট্রিক করে বিশেষ বার্তা দিলেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো বয়সের সঙ্গে যেন আরও ক্ষুরধার হয়ে উঠছেন। ৩৯ বছর বয়সী পর্তুগিজ মহাতারকার গোলের সামনে ক্ষুধা কমার কোনো লক্ষণই নেই। সৌদি প্রো লিগে চলতি মৌসুমে সবচেয়ে বেশি গোলের মালিক তিনিই। পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করে শোরগোল ফেলে দিয়েছেন আল নাসর তারকা। হ্যাটট্রিকের পর বিশেষ বার্তাও দিয়েছেন পর্তুগিজ যুবরাজ।

সৌদি প্রো লিগে মঙ্গলবার (২ এপ্রিল) আবহাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। দলের জয়ের দিনে হ্যাটট্রিক করেছেন রোনালদো। ম্যাচে ৪৫ মিনিট খেলেই তিন গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি। এর আগের ম্যাচে আল তাইয়ের বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের দেখা পান সিআর সেভেন খ্যাত তারকা।

আবহার বিপক্ষে ম্যাচের ১১ মিনিটে প্রথম গোল করেন রোনালদো। ২১ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ৩৯ বছর বয়সী মহাতারকা। ৩৩ মিনিটে সাদিও মানে তৃতীয় গোলটি করেন। সেই গোলটিও রোনালদোরই বানিয়ে দেয়া। ৪১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনলাদো। এই অর্ধে আরও একটি গোল পায় আল নাসর। ৪৪ মিনিটে আব্দুলমাজিদ সুলাহিমের সেই গোলের কারিগরও রোনালদোই।

এটি পেশাদার ক্যারিয়ারে রোনালদোর ৬৫তম হ্যাটট্রিক। বয়স ৩০ হওয়ার আগে ৩০টি হ্যাটট্রিক করা রোনালদো বয়স ৩০ পার করার পর করেছেন আরও ৩৫টি হ্যাটট্রিক। মাঝে মাঝে ওঠা সমালোচনা রোনালদোকে যেন আরও তাঁতিয়ে দেয়। সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে সুইডেনের বিপক্ষে রোনালদোকে মাঠে নামানো হয়নি। এরপর স্লোভেনিয়ার বিপক্ষে খেললেও সেই ম্যাচটি ২-০ গোলে হেরেছিল পর্তুগাল।

এদিন দলের বড় জয়ে পাঁচ গোলে অবদান রেখে রোনালদো সমালোচকদের মনে করিয়ে দিলেন, বয়স হলেও এখনও ফুরিয়ে যাননি তিনি। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমরা গতিহীন হয়ে পড়িনি।’

সর্বশেষ খবর