Homeআন্তর্জাতিককেরালার ওয়েনাড় আসন থেকে মনোনয়ন জমা দিলেন রাহুল

কেরালার ওয়েনাড় আসন থেকে মনোনয়ন জমা দিলেন রাহুল

কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরালার ওয়েনাড় লোকসভা আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার (৩ এপ্রিল) রাহুল, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী এবং এআইসিসি সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপালসহ দলের অন্য সিনিয়র নেতাদের সঙ্গে ওয়েনাড় জেলা কালেক্টরের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

কাগজপত্র জমা দেয়ার পর, তিনি সংবিধান সমুন্নত রাখার শপথ পাঠ করেন যার মধ্যদিয়ে মনোনয়নপত্র জমা দেয়ার প্রক্রিয়া শেষ হয়।

রাহুল সকালে বিমানে করে ওয়েনাড়ে পৌঁছেন এবং কালপেট্টা থেকে সিভিল স্টেশন পর্যন্ত একটি রোড শো করেন। তারপরে মনোনয়ন জমা দেয়ার জন্য জেলা কালেক্টরের অফিসে পৌঁছান।

কালেক্টরের অফিসে পৌঁছানোর আগে, তিনি রোডশোর শেষের দিকে জনসাধারণের উদ্দেশে ভাষণ দেন এবং বলেন যে, তিনি সবসময় ওয়েনাড়ের মানুষের সঙ্গে আছেন।

ওয়েনাড়ের বর্তমান লোকসভা সদস্য রাহুল আরও বলেন, পার্বত্য নির্বাচনী এলাকার জনগণ যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে তা জাতি ও বিশ্বের নজরে আনতে তিনি সবসময় প্রস্তুত ছিলেন।

রাহুল ওয়েনাড় লোকসভা আসনে বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন এবং সিপিআই নেতা অ্যানি রাজার বিরুদ্ধে লড়বেন। তিনি ২০১৯ সালে একই আসন থেকে চার লাখের বেশি ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন।

এই বছরের লোকসভা নির্বাচনের জন্য কেরালায় ভোট হবে ২৬ এপ্রিল।

সর্বশেষ খবর